নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের নতুন ডোর-টু-ডোর রেশন প্রকল্পের পরিপ্রেক্ষিতে কমিশন দাবি করলেন পাঞ্জাবের রেশন ডিপো হোল্ডাররা। পাঞ্জাব রেশন ডিপো হোল্ডারস অ্যাসোসিয়েশনের সভাপতি সুরিন্দর শিন্দার কথায়, "আমি জেলা ও ব্লক সভাপতির সাথে কথা বলেছি, একটি নির্দেশিকা অনুরোধ করেছি। আমরা চাকরির দাবি করছি। আটজন রেশন ডিপো হোল্ডার মারা গেছে, পাঞ্জাব সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমরা প্রধানমন্ত্রী রোজগার যোজনার অধীনে ২ বছরের কমিশন পাইনি। দিল্লির মতো আমাদেরও ২০০ টাকা/কুইন্টাল কমিশন দরকার৷ আমাদের দাবি পূরণ না হলে আমরা হাইকোর্টে যাব।"