কেন নম্বর কমছে পড়ুয়াদের?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কেন নম্বর কমছে পড়ুয়াদের?

নিজস্ব সংবাদদাতাঃ আইসিএসই, আইএসসি-র দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষার আগেই নতুন তথ্য দিল দ্য কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট একজামিনেশনস। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, নতুন পরীক্ষা পদ্ধতির জন্য পড়ুয়াদের প্রাপ্ত নম্বর কমে গিয়েছে। সিলেবাসে এমসিকিউ-র জন্যই পড়ুয়াদের প্রাপ্ত নম্বরের গড় কমে গিয়েছে। এ বিষয়ে স্কুলগুলি জানিয়েছে, যে শিক্ষার্থীরা ২০ মাস পরে কলম-কাগজ পরীক্ষায় ফিরে আসছে এবং তাদের প্রস্তুতির জন্য কম সময় ছিল। এছাড়াও, এমসিকিউ ফর্ম্যাটটি ছাত্রদের জন্য ছিল সম্পূর্ণ নতুন।