'মানুষ সিপিএম ছেড়ে দিচ্ছে' বিপ্লব কুমার দেব

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'মানুষ সিপিএম ছেড়ে দিচ্ছে' বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি - আজ এক সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেব বলেন,"সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে জন প্রত্যাশার প্রতি পূর্ণ সম্মাননা স্বরূপ বহুমুখী বিকাশের ফলশ্রুতিতে অটুট নাগরিক আস্থায় ৬০-এ ৬০ জয়ই আমাদের লক্ষ্য।"এবং সাথে তিনি যোগ করে বলেন,“আগে ত্রিপুরাতে এক দলীয় ব্যবস্থা ছিল। আজকে মানুষ সিপিএম ছেড়ে দিচ্ছে, কেন করবে সিপিএম।" দলমত নির্বিশেষে বিজেপি নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার কাজ করছে। এই দাবিও করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।