নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে বহু নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমি দেশগুলি। তবে এবার পশ্চিম দেশগুলির জারি করা নিষেধাজ্ঞা তুলতে নয়া কৌশল রাশিয়ার।
শনিবার রাশিয়ার মহাকাশ পরিচালকের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং অন্যান্য যৌথ মহাকাশ প্রকল্পের অংশীদারদের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্ক তখনই বজায় রাখা সম্ভব যখন পশ্চিমি দেশ গুলি রাশিয়ার ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রে রাশিয়ার এই নয়া মন্তব্য যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।