নিজস্ব সংবাদদাতাঃ বয়স মাত্র ১২। তাতে কি! সে যে এখনই গ্র্যান্ডমাস্টার। এই খুদে প্রতিভা বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের তকমাও পেয়ে গেছে। তবে এখন থেকেই সামনের লক্ষ্য ঠিক করে ফেলেছে ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু মিশ্র। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বুদ সে। গত বুধবার বুদাপেস্টে ২৫০০ এলো রেটিং পার করে, বিশ্বের সব থেকে ছোট দাবাড়ুর শিরোপা জিতে নিয়েছে অভিমন্যু। এই নয়া রেকর্ড করতে গিয়ে, ভারতের ১৫ বছর বয়সের গ্র্যান্ডমাস্টার লিও লুক মেন্ডোঙ্কাকে নিউ জার্সির অভিমন্যু কালো ঘুঁটি নিয়ে হারায়। তবে এই সফর সবে শুরু। সামনে রয়েছে আরও অনেক প্রতিযোগিতা। আগামী তিন বছরের মধ্যে সুপার গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য এখন থেকেই মনোনিবেশ করতে চায় অভিমন্যু। তার কথায়, ‘আমি যখন দাবা খেলতে শুরু করি, তখন আমার বয়স ছিল আড়াই বছর। আমার রোল মডেল হলেন ম্যাগনাস কার্লসেন। আমার মূল লক্ষ্য হল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। আর আপাতত পরবর্তী লক্ষ্য সুপার গ্র্যান্ডমাস্টার হওয়া। আমি আশা করছি যে, আমার ১৫ বছরের মধ্যেই সেই লক্ষ্যে আমি পৌঁছে যেতে পারব।’
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=8611
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm