ওয়ান শ্যুটার বন্দুক সমেত গ্রেফতার ১

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ওয়ান শ্যুটার বন্দুক সমেত গ্রেফতার ১

বনমালী ষন্নিগ্রাহী, বাঁকুড়া : তালডাংরা থানা এলাকা থেকে উদ্ধার হল একটি ওয়ান শ্যুটার বন্দুক। গ্রেফতার এক।



উল্লেখ্য, বীরভূমে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাঁকুড়ার ইন্দাস থানা সহ জেলার কয়েকটি জায়গার পাশাপাশি এবার তালডাংরা থানা এলাকার জঙ্গল ঘেরা কুরপা ক্যানেল ব্রিজের নিকট থেকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাজেয়াপ্ত করে একটি হোম মেড নাইন চেম্বার রিভলবার। গ্রেফতার করা হয় বিয়াল্লিস বছর বয়সী এক ব্যক্তিকে। ব্যাক্তির নাম মুজিবর আলি দালাল। ওরফে ডি ডি। বাড়ি ওন্দা থানার পুনিশোল গ্রামে।



পুলিশ সূত্রে আরো জানা যায়, এই ব্যক্তির নামে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক চুরির ঘটনার অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে তালডাংরা থানার পুলিশ জঙ্গল ঘেরা এলাকায কুরপা ক্যানেল ব্রিজ সংলগ্ন স্থান থেকে এই ব্যক্তিকে বন্দুকসহ গ্রেফতার করে। এরপর গত শুক্রবার তাকে খাতড়া আদালতে তোলা হলে আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। তবে এই ধৃত ব্যক্তি রাতের অন্ধকারে কেন ওই জঙ্গলপাড়া এলাকায় বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল বা তার কি উদ্দেশ্য ছিল সম্পূর্ণ বিষয়টি বর্তমানে পূর্ণাঙ্গ তদন্ত করে শুরু করেছে তালডাংরা থানার পুলিশ।