নিজস্ব প্রতিনিধি: সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আবার রক্ত ঝরল মায়ানমারে। এবার ২৫ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রবিবার স্থানীয়রা জানিয়েছেন, সেনাবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সেন্ট্রাল মায়ানমারে জুন্টা সরকারের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদরা জানিয়েছে, সেনাবাহিনীর ট্যাঙ্ক অঞ্চলটিতে প্রবেশ করে গুলি ছুঁড়তে থাকে।
এক গ্রামবাসীর কথায়, ‘আমরা ২৬ বার গুলির শব্দ পেয়েছি। রাস্তায় এবং গ্রামের ভেতরে যাদের তারা পেয়েছে, সবাইকেই গুলি করেছে।’
মায়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।
ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জুন্টা সরকার।
এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে, মোট ৬ হাজার ৪২১ জনকে বন্দি করেছে জুন্টা সরকার।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8416/ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8411
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm