অপরাধ দমনে রাজ্যজুড়ে পুলিশি তৎপরতা, অভিযানে গ্রেপ্তার ৩

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অপরাধ দমনে রাজ্যজুড়ে পুলিশি তৎপরতা, অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে চলছে তল্লাশি। লাগাতার উদ্ধার হচ্ছে অস্ত্র। গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা। একইভাবে শুক্রবার রাতে বাসন্তি থানা এলাকায় চলে ধরপাকড়। সেখানে প্রচুর অস্ত্র-সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। শনিবার তাদের আদালতে তোলা হচ্ছে। শুত্রবার রাত সাড়ে ন’টা নাগাদ সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে যে কুখ্যাত এক দুষ্কৃতী সোনাখালি ফেরিঘাটের কাছে ঘোরাফেরা করছে। যার কাছে অবৈধ অস্ত্রও আছে। খবর পেয়েই এসআই সৌমেন দালালের নেতৃত্বে বাসন্তি থানার পুলিশ তল্লাশি চালায়। ফেরিঘাটের কাছ থেকে ইমরান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। ওই দুষ্কৃতীর কাছ থেকে একটি ছোট দেশজ বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। জানা গিয়েছে, সে ব্যাংক ডাকাতি, ছিনতাই-সহ একাধিক অপকর্মের সাথে জড়িত। বারুইপুর-বিষ্ণুপুর ব্যাংক ও পেট্রোল পাম্প ডাকাতির সঙ্গেও ওই দুষ্কৃতী জড়িত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। আবার এদিনই রাত এগারোটা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে উত্তর মোকাম বেরিয়া গ্রামের সর্দার পাড়া এলাকা থেকে দিলীপ সর্দারকে গ্রেপ্তার করা হয়।