নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন যেভাবে খেলছেন, যেভাবে নিজেকে চেনাচ্ছেন তা দেখে লিওনেল মেসির সতীর্থরাই বিস্মিত।
রবিবারের ম্যাচ শেষে নিকোলাস গঞ্জালেস যেমন বললেন মেসিকে যেভাবে তারা প্রতিদিন নতুন করে আবিষ্কার করছেন তাতে গোটা দল আত্মবিশ্বাসী হয়ে উঠছে।
‘মেসি প্রতিদিনই আমাদের চমকে দিচ্ছে। সব সময় আরও শক্তিশালী হচ্ছে। মেসি আমাদের আত্মবিশ্বাস ও আনন্দ দিচ্ছে। আমরা এই যাত্রা চালাতে চাই এবং তাকে উপভোগ করতে দিতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন বড়। কিন্তু ম্যাচপ্রতি ভাবতে হবে। জেতার জন্য আমাদের অস্ত্র আছে।’
রবিবার সকালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা।
দুই গোলে বানিয়ে দিয়েছেন, শেষ দিকে ফ্রি-কিক থেকে আরেক গোল করেছেন। অধিনায়ক লিওনেল মেসির এমন ঝলকে মুগ্ধ তার সতীর্থরা দেখছেন বড় স্বপ্ন।
মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মার্টিনেজও, ‘আমরা সবাই মেসির নেতৃত্ব অনুসরণ করছি। আমরা আবার দেখলাম কীভাবে সে তফাৎ গড়ে দিল। আমরা সবাই তাকে সহায়তা করে যাব।’
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8416/ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8411
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm