সরকারি হাসপাতালের আইসিইউতে ইঁদুরের কামড়ে মৃত্যু রোগীর!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সরকারি হাসপাতালের আইসিইউতে ইঁদুরের কামড়ে মৃত্যু রোগীর!

নিজস্ব সংবাদদাতাঃ অনেক হাসপাতালেই অভিযোগ ওঠে ইঁদুরের দৌরাত্ব্যের। তাই বলে আইসিইউতে ভর্তি রোগীর মৃত্যু হবে ইঁদুরের কামড়ে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনটাই ঘটেছে তেলঙ্গনার ওয়ারাঙ্গাল জেলায়। সেখানের এমজিএম হাসপাতালে পাঁচ দিন আগে ভর্তি হয়েছিলেন এক রোগী। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছিল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। সেখানেই হল বিপত্তি। চিকিৎসার গাফিলতি নয়, বরং ইঁদুরের কামড়ে মৃত্যু হল ওই ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। পাঁচদিন আগেই তাঁকে ওয়ারাঙ্গালের ওই হাসপাতালে ভর্তি করানো হয়। মাল্টি-অর্গান ফেলিওরের ওই রোগী প্রথম দিন থেকেই অচেতন ছিলেন। তাঁকে আর্টিফিসিয়াল ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সকালে ওই রোগীর দেখভালের দায়িত্বপ্রাপ্ত পরিচারক পায়ের পাতা ও গোড়ালি থেকে রক্ত বের হতে দেখেন। চিহ্ন দেখেই তিনি বুঝতে পারেন যে ইঁদুর কামড়েছে। রোগী পরিবার গোটা ঘটনা জানতে পারলেই শুরু হয় ঝামেলা। শেষ অবধি শুক্রবার ওই রোগীর মৃত্যু হয়।