নিজস্ব প্রতিনিধি - সম্প্রতি গাড়ি সংক্রান্ত একটি ভিডিও বানাতে গিয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে ফেলেছিলেন ইউটিউবার ভুবন বাম। এর পরেই ফুঁসে ওঠে একাংশ নেটিজেনরা। তার পরেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য আর্জি জানায় জাতীয় মহিলা কমিশন। সূত্রের খবর অনুযায়ী জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম নিজের চ্যানেলের একটি ভিডিওতে 'পাহাদি মহিলা' নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এই ঘটনা। এরপরে ভুবন নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষমা চাইলেন। এবং তিনি বলেন,' আমি জানি আমার ভিডিওর একটি অংশ কিছু লোককে আঘাত করেছে আমি সেই অংশটি এডিট করে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। যারা আমাকে চেনেন আশা করি তারা জানেন যে আমি নারীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। কাউকে আঘাত করার কোন উদ্দেশ্য ছিল না আমার। যাদের অনুভূতিতে আমি না বুঝে আঘাত করে ফেলেছে তাদের সবার কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। '