জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব এবার অ্যাপ ক্যাবে

নিজস্ব সংবাদদাতাঃ  ১২ দিনে দশবার বেড়েছে জ্বালানি তেলের দাম। যার দরুন পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। তাদের চিন্তা আরও বাড়িয়ে একধাক্কায় অনেকটা ভাড়া বাড়াল অ্যাপ ক্যাব সংস্থা উবর। আজ অর্থাৎ শনিবার থেকে কার্যকর হচ্ছে নয়া ভাড়া। অ্যাপ ক্যাব সংস্থা সূত্রে খবর, কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়াল ১৪ টাকা। যা আগে ছিল ১১ টাকা ৬০ পয়সা। ফলে আগে যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সায়েন্স সিটি (৭ কিলোমিটার) যেতে খরচ পড়ত ১৩৪ টাকা। সেই একই দূরত্ব যেতে খরচ পড়বে ১৫০ টাকা। প্রায় ১৩ শতাংশ বেশি। এদিকে জোকা থেকে হাওড়া প্রায় ২৩ কিলোমিটার যেতে উবর গো-তে খরচ হত ৩৫৪ টাকা। বর্তমানে সেই খরচ বেড়ে হল ৪১০ টাকা। তবে বেস ফেয়ার আগের মতোই ৩৭ টাকা ৯০ পয়সা রইল। আর মিনিট প্রতি ভাড়াও রইল ৮ পয়সা।