নিজস্ব সংবাদদাতাঃ বগটুই কাণ্ডে ফরেন্সিক সাইকো অ্যানালিস্টদের সাহায্য নিচ্ছে সিবিআই। অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী, অথবা সাক্ষীরা কোনও তথ্য গোপন করছে কিনা তা জানার জন্যই এই ফরেন্সিক সাইকো অ্যানালিস্টদের সাহায্য নেওয়া হচ্ছে। রামপুরহাট আদালতেও ফরেন্সিক সাইকো অ্যানালিস্টদের সাহায্য নেওয়ার কথা জানিয়েছে সিবিআই। সূত্রের খবর, পূর্ব ভারতে এই প্রথম কোনও মামলায় সাইকো অ্যানালিস্টদের সাহায্য নেওয়া হচ্ছে। দু’জন সাইকো অ্যানালিস্ট উপস্থিত থাকছেন তদন্ত প্রক্রিয়ার সময়। দু’জনই মহিলা। তাঁরা দিল্লি থেকে এসেছেন। এই অ্যানালিস্টদের মূল কাজ হল, একদিকে জেরা, অন্যদিকে যে সব সাক্ষীরা বগটুই পৌঁছেছিলেন ঘটনার দিন, অর্থাৎ পুলিশ এবং দমকলের আধিকারিকরা, তাঁদের হাবভাব, কণ্ঠস্বর ও মুখের ভঙ্গি অ্যানালিস্ট করবেন। এই তিন প্রক্রিয়ার মাধ্যমেই অ্যানালিস্টরা বোঝার চেষ্টা করবেন অভিযুক্ত বা সাক্ষীরা কোনও সত্য গোপন করছেন কিনা।