নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকাল ১০টা থেকে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়ারা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছে পর্ষদ। আজ প্রথম ভাষার প্রথম পত্রের পরীক্ষা। যদিও কিছু নিয়ম মেনে চলতে হবে পড়ুয়াদের।
যেমন... অ্যাডমিট কার্ড দেখিয়ে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। যদিও কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া যায়, তাহলে তা অবিলম্বে বাতিল করা হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পড়ুয়ার সেদিনের পরীক্ষা বাতিল করা হবে।