জট কাটিয়ে মাঝেরহাটে শুরু মেট্রোর গার্ডার বসানোর কাজ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জট কাটিয়ে মাঝেরহাটে শুরু মেট্রোর গার্ডার বসানোর কাজ

নিজস্ব সংবাদদাতাঃ  জট কাটিয়ে অবশেষে মাঝেরহাটে  শুরু হল মেট্রোর  গার্ডার বসানোর কাজ। আগামী ২ সপ্তাহের মধ্যে গার্ডার বসানোর কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। তবে এই কাজের জন্য ১৪ এপ্রিল অবধি মাঝেরহাট রেল স্টেশন দিয়ে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

শহরতলির বাসিন্দাদের অপেক্ষা শেষ হওয়ার পথে আরও এক ধাপ। এবার মাঝেরহাটে শুরু হল মেট্রো লাইনের গার্ডার বসানোর কাজ। এই কাজের জন্য আগামী ১৪ এপ্রিল অবধি মাঝেরহাট স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জোকা-বিবাদী বাগ মেট্রো রুটে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন মাঝেরহাট। একসময় ঠিক হয়েছিল মোট ২টি পর্যায়ে ভাগ করে এই মেট্রো রুটের কাজ হবে। প্রথম পর্যায়ে জোকা থেকে মাঝেরহাট অবধি মেট্রোর লাইন পাতার কাজ করার কথা ছিল। সেই মতো প্রাথমিক কাজকর্ম শুরুও হয়। কিন্তু, ২০১৮-র ৪ সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। ফলে সেই সময় থেকে মেট্রোর কাজ বন্ধ হয়ে যায়। পরে মাঝেরহাটে নতুন ব্রিজ তৈরি হয়ে গেলেও বরফ গলেনি। বরং যেখানে নতুন ব্রিজ তৈরি হয়েছে, তার গা ঘেঁষেই বসেছে মেট্রোর পিলার। তা নিয়ে রেল ও রাজ্যের টানাপোড়েনও চলে। অবশেষে সেই সমস্যা মিটিয়ে জোকা-বিবাদী বাগ রুটের গুরুত্বপূর্ণ স্টেশন মাঝেরহাটে গার্ডার বসানোর কাজ শুরু করল মেট্রো।