প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন শেখ হাসিনা

হাবিবুর রহমান, ঢাকাঃ সৌহার্দ্য ও সম্প্রীতির অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে  ২ হাজার ৬০০ কেজি মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার  দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম ভর্তি ট্রাকটি পৌঁছে যায়। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের আম। 



বেনাপোল স্থলবন্দরে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারী কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা।





আরও খবরঃ http://www.anmnews.in/Home/GetNewsDetails?p=8577https://anmnews.in/Home/GetNewsDetails?p=8575

For more details visit www.anmnews.in

Follow us at https://www.facebook.com/newsanm