সামনেই ত্রিপুরার উচ্চমাধ্যমিক, জানুন রুটিং

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সামনেই ত্রিপুরার উচ্চমাধ্যমিক, জানুন রুটিং

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই ত্রিপুরায় উচ্চমাধ্যমিক পরীক্ষা।  আগামী ১৮ মে থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । বেলা ১২ টা থেকে দুপুর ৩.১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। তার আগে জানুন ত্রিপুরার উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী- 

১) ১৮ মে, মঙ্গলবার প্রথম দিনেই থাকছে ইংরাজি পরীক্ষা। 

২) পরীক্ষার দ্বিতীয় দিন ২১ মে, শুক্রবার হবে বাংলা, হিন্দি, কোকরোবুক এবং ইংরাজি পরীক্ষা।

৩) তৃতীয় দিন ২৪ মে, সোমবার  হবে রসায়ন, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান পরীক্ষা। 

৪) চতুর্থ  দিন ২৭ মে, বৃহস্পতিবার হবে বিজনেস স্টাডিজ, শিক্ষা বিজ্ঞান এবং পদার্থবিদ্যা পরীক্ষা। 

৫) পঞ্চম দিন ২৯ মে, শনিবার কম্পিউটার সাইন্স এবং মিউজিক পরীক্ষা হবে।


৬) ষষ্ট দিন ৩১ মে, সোমবার অ্যাকাউন্টেসি, জীববিদ্যা ও ইতিহাস পরীক্ষা রয়েছে।

৭) সপ্তম দিন ৩ জুন, বৃহস্পতিবার হবে অঙ্ক এবং দর্শন পরীক্ষা।

৮) অষ্টম দিন ৪ জুন, শুক্রবার হবে হোম ম্যানেজমেন্ট ও হোম নার্সিং এবং পুষ্টিবিদ্যা পরীক্ষা। 

৯) নবম দিন ৫ জুন, শনিবার হবে সংস্কৃত, স্ট্যাটিস্টিক এবং আরবিক পরীক্ষা।

১০) দশম দিন ৭ জুন, সোমবার হবে অর্থনীতি পরীক্ষা।

১১) একাদশ দিন ৯ জুন, বুধবার হবে সাইকোলজি পরীক্ষা।

১২) সর্বশেষ দিন ১১ জুন, শুক্রবার হবে ভূগোল পরীক্ষা। 

মিউজিক পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা ২ ঘন্টা ১৫ মিনিটের হবে। সেক্ষেত্রে ১২ টা থেকে ২.১৫ পর্যন্ত হবে পরীক্ষা।