অভিষেকের 'দশভি'র জন্য সাংসদদের স্ক্রীনিংয়ের ব্যবস্থা করলেন জয়া বচ্চন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অভিষেকের 'দশভি'র জন্য সাংসদদের স্ক্রীনিংয়ের ব্যবস্থা করলেন জয়া বচ্চন

নিজস্ব প্রতিনিধি -সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা অভিষেক বচ্চনের 'দশভি'র ট্রেলার। ইতিমধ্যেই ছবিটি প্রদর্শিত হয়েছে আগ্রার জেলে। ছবিতে অভিষেকের অভিনয়ের ব্যাপারে মুখ খুলেছেন খোদ বিগ বি সাথে করেছেন প্রশংসা।এদিকে সেই পথেই রয়েছেন অভিনেতার মাও ইতিমধ্যেই অভিনেত্রী জয়া বচ্চনও ছবিটি স্ক্রীনিংয়ের ব্যবস্থা করেন সংসদের সব সতীর্থ সাংসদদের জন্য। সেখানে রজনী পটেল থেকে শুরু করে শিবসেনা মন্ত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী সবাই এই ছবির বিষয়বস্তু নিয়ে প্রশংসা করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছে অভিষেক কেও। ছবিতে অভিষেক এর সাথে দেখা যাবে ইয়ামি গৌতম ও নিমরত কৌরকে।