নিজস্ব প্রতিনিধি -দীর্ঘদিন আগে ত্রিপুরা-বাংলাদেশ বর্ডার অতিক্রম করে ভারতে পৌঁছে ছিলেন কিছু বাংলাদেশের নাগরিক।তারা আর ওপারে যেতা পারেনি,আজ তাদের মধ্যে ৫ জন বাংলাদেশের নাগরিককে ফিরিয়ে দেওয়া হয় তাদের পরিজনদের হাতে।আগরতলা স্বীত বাংলাদেশ হাইকমিশনার আরিফ মহম্মদ বলেন,'আমি আজ খুব খুশি দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া সেই মানুষটিকে তার নিজের পরিবারের হাতে তুলে দিয়ে।এর জন্য আমি ত্রিপুরার রাজ্য সরকার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যে ভারতীয়রা তাদের চিকিৎসার জন্য যুক্ত ছিলেন তাদেরকে বাংলাদেশ সরকারের হাইকমিশনারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।' এবং তিনি বলেন, 'তাদের মধ্যে কেউ কেউ ৮-১০ বছর পর নিজের মা বাবার সাথে দেখা করতে পারছে তার থেকে আনন্দের কি হয়।'