নিজস্ব সংবাদদাতাঃ দিন কয়েক ধরেই উপদ্রব বাড়ছিল। লোকালয়ে ঢুকে আতঙ্ক ছড়াচ্ছিল হাতির দল। তবে শুক্রবার তা চরমে উঠল। লোকালয়ে গজরাজের হামলায় প্রাণ হারালেন এক প্রৌঢ়। বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল সকাল সকাল। বনবিভাগের কর্মীরা এলাকাবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। হাতির দলটিকে গভীর জঙ্গলে পাঠানোর চেষ্টা করছেন বনবিভাগের কর্মীরা। রোজকার মতো শুক্রবার সকালেও প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন ফুলবাড়ি এলাকার বাসিন্দা বছর বাষট্টির রবি রায়। তখনই হাতির মুখোমুখি পড়ে যান তিনি। দলছুট একটি হাতি এদিন ভোর থেকেই গ্রামে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল। রবি রায় দুর্ভাগ্যবশত হাতিটির একেবারে সামনে পড়ে যান। হাতি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বাঁকুড়া মেডিকেল কলেজে ভরতি করা হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় রবি রায়ের।