নিজস্ব সংবাদদাতা:উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এই প্রথম ‘হোম সেন্টার’ বা ছাত্রছাত্রীদের নিজের নিজের স্কুলে নেওয়ার মধ্যে অভিনবত্ব যেমন আছে, অনিয়ম বা অসদুপায় অবলম্বনের আশঙ্কাও প্রবল। এই অবস্থায় কাল, শনিবার থেকে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য আগাম কিছু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, গোলমাল হলে বা অসদুপায় অবলম্বনের ঘটনা ঘটলে ফলপ্রকাশ বন্ধ রাখার মতো ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, ‘‘কোনও পরীক্ষা কেন্দ্রে গণটোকাটুকি, শিক্ষক-শিক্ষিকা নিগ্রহ, পরীক্ষা কক্ষ ভাঙচুরের মতো ঘটনায় সেই স্কুলের রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। বন্ধ হয়ে যেতে পারে সেই স্কুলের ফলপ্রকাশও। কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং সেই পড়ুয়ার সে-দিনের বা সব পরীক্ষাই বাতিল করা হতে পারে।’’