নিজস্ব সংবাদদাতাঃ নবম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সঙ্গে 'পরীক্ষা পে চর্চা' অনুষ্ঠানের মাধ্যমে আলাপচারিতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির তালকটোরা স্টেডিয়ামে তিনি পড়ুয়াদের উদ্দেশে বলেন, 'পরীক্ষা নিয়ে অযথা উদ্বেগ করা ঠিক নয়। পরীক্ষাকে উৎসবের মতো ভাবতে হবে। চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে। প্রত্যাশা চাপ বাড়ায় পড়ুয়াদের। অভিভাবকরা পড়ুয়াদের ওপর চাপ বাড়াচ্ছে। জাতীয় শিক্ষানীতিতে লাভবান হবে দেশ। সময়ের সঙ্গে শিক্ষার গতি প্রকৃতি বদল হয়েছে। বাবা-মায়েরা তাদের স্বপ্নকে বাচ্চাদের মধ্যে প্রবেশ করা উচিত নয়। তাদের স্বাধীনভাবে তাদের ভবিষ্যৎ নির্ধারণ এর অনুমতি দেওয়া উচিত। দক্ষতা সারা বিশ্বেই বেশ গুরুত্বপূর্ণ। প্রযুক্তি কোনও ব্যান নয়, এটি কার্যকরভাবে ব্যবহার করা উচিত। আজ শিক্ষার্থীরা 3D প্রিন্টার তৈরি করছে এবং বৈদিক গণিতের জন্য অ্যাপস চালাচ্ছে। তারা দক্ষতার সঙ্গে প্রযুক্তি ব্যবহার করছে।'