নিজস্ব সংবাদদাতাঃ চতুর্থ শ্রেণির অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে উত্তাল সাগর দত্ত মেডিক্যাল কলেজ। হাসপাতালের বহির্বিভাগে ব্যাহত চিকিৎসা পরিষেবা। ২ বছর আগে এই হাসপাতালে ১১৬ জনকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আজ তাঁদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বহির্বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন ওই ১১৬ জন অস্থায়ী কর্মী। বিক্ষোভের জেরে বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।