আগ্নেয়াস্ত্র সহ বেলঘরিয়া থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আগ্নেয়াস্ত্র সহ বেলঘরিয়া থেকে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরই ধড়পাকড় শুরু হয়েছে রাজ্য়ের প্রায় সব জেলায়। আর সেই অভিযান চালানোর সময় অজয় মণ্ডল নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। রামপুরহাট কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন যাতে রাজ্য ও জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতী দমন করার জন্য আগ্নেয়াস্ত্র ও গুলি সহ কুখ্যাত দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরই জেলা জুড়ে পুলিশি অভিযান শুরু হয়। একাধিক জেলা থেকে প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র আগেই উদ্ধার হয়েছে। আর এবার ধরা পড়ল বেলঘরিয়ার ওই যুবক। বরানগর থানার পুলিশ গ্রেফতার করেছে ওই দুষ্কৃতীকে। অজয় মণ্ডলের নামে জেলার বিভিন্ন থানায় অপরাধমূলক কাজ কর্মের অভিযোগ রয়েছে।