নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পর অস্ট্রেলিয়া ইউক্রেনে স্থানীয়ভাবে উৎপাদিত সাঁজোয়া গাড়ি পাঠাবে। মরিসন বলেন, "আমরা ইউক্রেনে শুধু আমাদের প্রার্থনা পাঠাচ্ছি না, আমরা আমাদের বন্দুক পাঠাচ্ছি, আমরা আমাদের অস্ত্র প্রেরণ করছি, আমরা আমাদের মানবিক সহায়তা পাঠাচ্ছি এবং আমরা শরীরের বর্ম পাঠাচ্ছি"। তিনি আরও বলেন, "আমরা আমাদের সাঁজোয়া গাড়ি, আমাদের বুশমাস্টারদেরও পাঠাব। এবং আমরা আমাদের সি-১৭-তে তাদের উপর দিয়ে উড়ছি।"