নিউটাউনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিউটাউনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতাঃ রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। যাত্রাগাছি বন্ধের মোড় থেকে উদ্ধার করা হয়েছে দেহটি। শুক্রবার সকালে পথ চলতি সাধারণ মানুষ প্রথম মাঝবয়সী ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। খবর যায় ইকো পার্ক থানায়। পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির মুখে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন আছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। কীভাবে খুন, তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে এলাকা থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেই রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পুলিশ তদন্তে নেমে ওই এলাকার রাস্তার লাগানো সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখে। দেখা যায়, রাতে একটি গাড়ি এসে দেহটি ফেলে চলে যায়। গাড়িতে কারা ছিল, তা চিহ্নিত করা সম্ভব হয়নি। ক্যামেরার নাইট ভিসন স্পষ্ট না থাকায় দুষ্কৃতীদের মুখ ভালোভাবে বোঝা যায়নি। গাড়ির নম্বর চিহ্নিত করার জন্য আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে বিধাননগর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা।