অবশেষে মুক্তি, মহারাষ্ট্রে উঠছে সব বিধিনিষেধ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অবশেষে মুক্তি, মহারাষ্ট্রে উঠছে সব বিধিনিষেধ

নিজস্ব সংবাদদাতাঃ ঘরবন্দি জীবন আর নয়। নাইট কারফিউ আর নয়। কন্টেনমেন্ট জোন আর নয়। আর বাধ্যতামূলক নয় মাস্ক পরাও। অন্তত মাস্ক না পরলে শাস্তি পেতে হবে না। মারাঠি নববর্ষের আগে মহারাষ্ট্রবাসীকে বড়সড় স্বস্তির খবর শোনালেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আগামী ২ এপ্রিল অর্থাৎ মারাঠি নববর্ষের দিন থেকে মহারাষ্ট্রে উঠে যাচ্ছে সবরকম কোভিড বিধি। গণপরিবহণ ব্যবহার করতে আর দুটি ভ্যাকসিনের  প্রয়োজন হবে না। এমনকি মল, থিয়েটার, বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠানে যেতেও আর ভ্যাকসিন প্রয়োজন হবে না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এখন থেকে মাস্ক পরাটাকে আর বাধ্যতামূলক রাখা হচ্ছে না। খানিকটা ঐচ্ছিক হয়ে যাচ্ছে। এখন থেকে মাস্ক না পরলেও আর আগের মতো জরিমানা নেওয়া হবে না। মাস্ক পরার নিয়মটি নির্দেশিকা থেকে উপদেশের পর্যায়ে নামিয়ে আনা হয়েছে।