আবারও ব্যর্থ রুতুরাজ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আবারও ব্যর্থ রুতুরাজ

নিজস্ব সংবাদদাতাঃ প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন, এই ম্যাচেও ব্যর্থ গত মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক রুতুরাজ । মাত্র এক রানে (৪ বল) রান আউট হলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও সিএসকের দুর্দান্ত স্টার্ট অব্যাহত। অ্যান্ড্রু টাইয়ের ওভারে চারটি চারসহ মোট ১৮ রান তুললেন উথাপ্প। ৫ ওভারে ৫০ রান পার করে ফেলল সিএসকে। বর্তমান স্কোর ৫৭-১।