নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ দু-বছরের চড়াই উথরাই-এর পর আজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠছে করোনার সমস্ত বিধিনিষেধ। আজ মধ্যরাত থেকেই উঠছে রাত্রিকালীন বিধিনিষেধ। রাজ্যে করোনার গ্রাফ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালো রাজ্য সরকার। তবে করোনার বিধিনিষেধ উঠলেও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ পর্যন্ত কার্যকর ছিল রাজ্যে করোনার বিধিনিষেধ। এতদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বহাল ছিল কড়াকড়ি। তবে এবার আর কোনও বিধিনিষেধ থাকছে না। আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রের তরফে রাজ্যগুলোকে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছিল।