নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বৃহস্পতিবার টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, উত্তর পূর্বের রাজ্যগুলি যেমন নাগাল্যান্ড, মণিপুর, অসমে আফস্পা এক্রিয়ারভুক্ত এলাকার পরিধি কমছে। এরপরেই হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'গত ১৯৯০ সালে আসামকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে আফস্পা ধারাবাহিকভাবে বলবৎ ছিল। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ৬২ বার আসাম সরকার আফস্পা বাড়িয়েছে। আজ, প্রধানমন্ত্রী মোদী এই অঞ্চল থেকে AFSPA প্রত্যাহার করার একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।'