নিজস্ব সংবাদদাতাঃ ঋষি কপূরের শেষ ছবি ‘শর্মাজি নমকিন’ গত অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে। এই ছবির বাকি অংশটি তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সদ্য সেই ছবিটি দেখেছেন রণধীর কপূর। ছবি দেখে বেরিয়ে এসে তিনি ঋষি-পুত্র রণবীর কপূরকে বলেন, ‘‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’’ করিনা-করিশ্মা কপূরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই? রনবীর জানান
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে।