দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ মাদপুর ব্লকের মনসা মন্দির বহু বিখ্যাত বহু প্রচলিত। সেই মন্দিরের পুকুর সংস্কার, কংক্রিটের গাড়োয়াল ও বিউটিফিকেশনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জির স্বপ্নের পরিকল্পনা জলসম্পদ দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া এই টাকা মঞ্জুর করে এলাকার সর্বস্তরের মানুষের মনে সরকারি ভাবমূর্তি তুলে ধরলেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক সম্মানীয় অজিত মাইতি ,খড়গপুর এসডিও সম্মানীয় আজমাল হোসেন সাহেব, ব্লক তৃণমূল সভাপতি তৃষি মাইতি, মেদিনীপুর জলসম্পদ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বেরা সহ বহু মানুষজন। মন্ত্রী নিজে ঘুরে কাজের তদারকি করেন এবং তিনি বলেন প্রয়োজনে মন্দিরকে সুন্দর করে তোলার জন্য যদি আরও অর্থের প্রয়োজন হয় দফতরের পক্ষ থেকে সাহায্য করবেন। পরিশেষে মায়ের মন্দিরে তিনি পুজো দেন এবং সবার মঙ্গল কামনা করেন।