নিজস্ব সংবাদদাতাঃ চলছে তিনটি র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে তৈরির কাজ। তার জন্য বিগত চার সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কলকাতা বিমানবন্দরের প্রাইমারি রানওয়ে। বিমান ওঠানামা করছে সেকেন্ডারি রানওয়ে দিয়ে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই শেষ হয়ে যেতে পারে আরইটিগুলো তৈরির কাজ। পরিকল্পনা মাফিক কাজ সম্পূর্ণ হয়ে গেলে, রবিবার সকাল ১০টা থেকেই প্রাইমারি রানওয়ে চালু করে দেওয়া হতে পারে বিমান ওঠানামার জন্য। কলকাতা বিমানবন্দরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আরইটি তৈরির কাজ শেষ হয়ে যেতে পারে। তারপর রাস্তা রং করা, আলো লাগানো-সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে আরও দু’দিন লাগবে। রবিবার থেকে চালু করে দেওয়া হতে পারে প্রাইমারি রানওয়েটি।