নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক ভার্চুয়াল ভাষণে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। জেলেনস্কি বলেন, "আমাদের দেশের মধ্যকার দূরত্ব অনেক বড়, কিন্তু আমাদের ইউক্রেনীয় ভূখন্ডের সাথে রাশিয়ানদের নিষ্ঠুরতার দূরত্ব বলে কিছু নেই।"
জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়াকে থামানো না গেলে বিশ্ব নিরাপত্তায় বড় ধরনের প্রভাব পড়বে এবং ইউক্রেন পুনর্গঠনে বিভিন্ন দেশ ও কোম্পানিকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বিশেষভাবে কৃষ্ণ সাগরের বন্দর ও শহরগুলোর উন্নয়ন এবং নৌ-সেক্টর পুনর্নির্মাণের বিষয়ে কথা বলেছেন।