'কোনরকম আর্থিক সাহায্যের দরকার নেই ' সোশ্যাল মিডিয়ায় মন্তব্য অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'কোনরকম আর্থিক সাহায্যের দরকার নেই ' সোশ্যাল মিডিয়ায় মন্তব্য অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তার

নিজস্ব প্রতিনিধি - গত ২৪ শে মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তারপরেই শোকের ছায়া নেমে আসে টলি পাড়ায়। ইতিমধ্যেই অভিষেক চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এক পোস্ট শেয়ার করেন তার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় তিনি লেখেন, 'আমি সংযুক্তা, অভিষেকের স্ত্রী আমি অনুরোধ করছি আমায় ও আমার মেয়ে সাইনাকে এই কঠিন সময়ে একটু একা ছেড়ে দিন। অনুরোধ করছি দয়া করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দেবেন না। অভিষেক তাঁর পারিবারকে আর্থিক ভাবে সক্ষম ও সুরক্ষিত অবস্থায় রেখে গিয়েছেন। ওর পরিবারই ওর জন্য সবছিল। ওর চলে যাওয়ার পরেও যাতে আমাদের কোন রকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সেই ব্যবস্থাও করে গিয়েছেন উনি।' এবং

সংযুক্তা জানান অভিষেকের মৃত্যুর পর অনেক রকম গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায় সে সব কিছুতে কান না দেওয়ার কথা বলেন,  এবং তাদের কোনো রকম আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এই সংক্রান্ত সমস্ত খবর মিথ্যে এই ধরনের খবর যদি ছড়িয়ে পড়ে তাহলে অভিষেকের আত্মা শান্তি পাবে না এই কথা শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন সবাইকে পাশে থাকার জন্য।