নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার দুদিনের জন্য ভারত সফরে আসছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি শুক্রবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন বলে খবর। রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে সের্গেই-এর এই ভারত সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল। উল্লেখ্য, ইউক্রেনের উপর লাগাতার আগ্রাসনের জেরে পশ্চিমী দেশগুলি মস্কোকে কার্যত কোণঠাসা করে দিয়েছে। পশ্চিমের বিভিন্ন দেশ রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।