নিজস্ব সংবাদদাতাঃ পথ-দুর্ঘটনার জন্য গাড়িচালকদের একাংশের পাশাপাশি বেপরোয়া পথচারীরাও দায়ী। অভিযোগ, অনেকে নিয়ম মেনে রাস্তা পারাপার করেন না। এই প্রবণতায় রাশ টানতে এ বার শহরের ১৭টি জনবহুল মোড়ে সুষ্ঠু ভাবে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ বানানোর প্রস্তাব দিল লালবাজার। পাশাপাশি সেই ফুট ওভারব্রিজ বানানো কতটা যুক্তিসম্মত, তা যাচাই করার জন্য আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে চিঠি দিয়েছে তারা। একই সঙ্গে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়টি সুনিশ্চিত করতে কী কী পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, তা-ও সমীক্ষা করে দেখতে বলা হয়েছে আইআইটি খড়্গপুরকে।