নিজস্ব প্রতিনিধি -গত ২৭ শে মার্চ ত্রিপুরার মান্দাইয়ে বিজেপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ তিপ্রা মথার (তিপরাহা আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোট)কর্মী রবি দেববর্মাকে গ্রেফতার করেছিল। এবং সেই দলীয় কর্মীকে মুক্তি দেওয়ার দাবিতে এবং সাথে আসল ষড়যন্ত্রকারীকে গ্রেফতারের দাবিতে আজ মান্দাই থানা ঘেরাও করে তিপ্রা মথার কর্মীসমর্থকরা।এর আগে এলাকায় বিশাল মিছিল সংগঠিত হয়। যার নেতৃত্বে ছিলেন এডিসি (ত্রিপুরা উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ)চেয়ারম্যান জগদীশ দেববর্মা। তার অভিযোগ বিজেপি-র লোকজনই তাদের দলীয় অফিসে আগুন লাগিয়েছিল। তিপ্রা মথার কর্মীদের সেই মামলায় ফাঁসানো হয়েছে।