নিজস্ব সংবাদদাতা : দিল্লি সরকার এমসিডির সঙ্গে সৎ মায়ের আচরণ করেছে। লোকসভায় দাঁড়িয়ে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল যা আমি আজ হাউসে এনেছি তা তিনটি এমসিডিকে একক এমসিডি হিসাবে রূপান্তর করার দাবি জানায়।'