বারুণী উৎসব পালিত হল ত্রিপুরায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বারুণী উৎসব পালিত হল ত্রিপুরায়

নিজস্ব প্রতিনিধি -হিন্দু ধর্ম মতে, বরুণদেবের কন্যা হলেন বারুণী।বরুণ পূজা বা গঙ্গা পূজাকে বারুণী পূজা বা বারুণী উৎসব বলা হয়।প্রতি বছর ফাল্গুন থেকে চৈত্র মাসের মাঝেই বারুণী তিথিতে এই উৎসব হয়।সেই অনুযায়ী, এই বছরের ৩০শে মার্চ বারুণী পূজা অনুষ্ঠিত হয় । এবং ত্রিপুরাতেও পালিত হয় এই উৎসব। এই সময় ভক্তেরা শিবের উপাসনা করে থাকে সাথে উপবাস পালন করে এবং নদীতে স্নান করে থাকে।