নিজস্ব সংবাদদাতাঃ নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করার অভিযোগ উঠেছিল বিট্টা কারাত ওরফে ফারুক আহমেদ দারের বিরুদ্ধে। দীর্ঘদিন সেই মামলা নিয়ে শুনানি হিমঘরে ছিল, তবে ফের একবার ফাইল রিওপেন হয়েছে এবং ফের সেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সতীশ টিক্কুর পরিবার। তাঁদের দাবি, এই 'কাশ্মীরের কসাই' বিট্টার বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক। এবার এই নিয়ে মুখ খুলল বিজেপি। জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়না বলেন, 'উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের পাশাপাশি এখানে বসবাসকারী শিখ ও দেশভক্ত মুসলমানদের নিশানা করে এই বিট্টা কারাতে। এ পাকিস্তানের আইএসআই ও পাক জঙ্গি সংগঠনের নিশানায় কাজ করত। তৎকালীন সরকারের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হলেও বিট্টার বিরুদ্ধে যেমন প্রমাণ দেওয়ার দরকার ছিল তা পেশ করা হয়নি। প্রমাণের অভাবে তাঁকে তখন জেল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই লোক সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছে যে সে নিরীহ কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করেছে। বিজেপির সতীশ টিক্কুর হত্যাও বিট্টা করেছে। তাঁর পরিবার ফের আদালতের দ্বারস্থ হয়েছে। কাশ্মীরের মাটিকে বিট্টা রক্তাক্ত করেছে, ওর কঠোরতম শাস্তি হওয়া উচিৎ।'