নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : মুখ্যমন্ত্রীর ঘোষণার পর জঙ্গলমহলেও বেআইনি অস্ত্রের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ। অভিযানে ঝাড়গ্রাম ও জামবনি থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার যেমন হয়েছে, তেমনই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানা এলাকার বেনাগেড়িয়া এবং জামবনি থানার চিচিড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেনাগেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বুটুল ঘোষ ও সুজন হাওলাদার কে। পুলিশ সূত্রে খবর, এরা ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার নবু গোয়ালার ঘনিষ্ট। ধৃতদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। এরা ড্রাগস এর কারবার করে বলে পুলিশ জানতে পারে। কোনো অপারেশন এর উদ্দেশ্য নিয়ে এরা জমায়েত হয়েছে খবর পেয়ে পুলিশ অপারেশন চালালে অস্ত্র সহ দুজন গ্রেফতার হয়। বাকিরা পালিয়ে যায়। পলাতকদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। এদের কাছে আরো আগ্নেয়াস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে খবর আছে।
অপরদিকে জামবনি থানার চিচিড়া এলাকা থেকে সাদেক আলী কে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি দোনালা বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে সাদেক আলী কে দুদিনের পুলিশ হেফাজত এবং বাকি দু'জনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।