নিজস্ব সংবাদদাতা : এপ্রিলে রাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে আজই দিল্লির তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে বলে জানাল দিল্লি আবহাওয়া দফতর। জানা গিয়েছে, ৩১ মার্চেও তাপপ্রবাহ অব্যাহত থাকবে, তারপর ১-২ এপ্রিল তাপমাত্রায় সামান্য পতন হবে। আগামী ৫ দিন মধ্য ভারত ও মহারাষ্ট্রে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দিল্লি, রাজস্থান, মধ্য ভারত, তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তিশগড়ে আগামী ৭-১০ দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কেরালা, কর্ণাটকের কিছু অংশ এবং উত্তর-পূর্বে শুধুমাত্র কিছু বৃষ্টিপাত ঘটবে।