ফোন বিলে কোপ পুরসভার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফোন বিলে কোপ পুরসভার

নিজস্ব সংবাদদাতাঃ তীব্র আর্থিক সঙ্কটের জেরে অবসরপ্রাপ্তদের পেনশন এবং অবসরকালীন প্রাপ্য টাকার উপরে আগেই কোপ পড়েছিল। কলকাতা পুরসভায় এ বার কোপ পড়ল আধিকারিকদের টেলিফোন বিলেও।পুরসভার চিফ ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার থেকে শুরু করে এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা প্রতি মাসে ফোনের বিল বাবদ ৫০০-১২০০ টাকা পান। কিন্তু এ বার ফোনের বিল বাবদ প্রত্যেককে মাসে ২৫০ টাকা করে দেওয়া হবে। বর্তমানে এক জন চিফ ইঞ্জিনিয়ার মাসে ফোনের বিল বাবদ ১২০০ টাকা পান। ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার পান এক হাজার টাকা। এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ারেরা ৭০০, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা ৬০০ এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারেরা ৫০০ টাকা করে পান। অন্য দিকে, চিফ ম্যানেজারেরা পান ১২০০ টাকা। ম্যানেজার ও ডেপুটি ম্যানেজারেরা যথাক্রমে ৭০০ ও ৬০০ টাকা।