নিজস্ব সংবাদদাতাঃ সৌরজগতের গ্রহের তালিকা থেকে পূর্বেই বাদ পড়েছে প্লুটো। তবে প্লুটোতে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে গবেষকরা।
এই গবেষণা থেকেই এবার প্লুটোতে গম্বুজ আকৃতির কয়েকটি আগ্নেয়গিরির খোঁজ পেয়েছে গবেষকরা। এই আগ্নেয়গিরি গুলি বরফে বেষ্টিত রয়েছে। নিউ হরাইজনস মহাকাশযান থেকে এই তথ্যের খোঁজ পেয়েছে গবেষকরা।