ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তুলে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। অভিযোগের ভিত্তিতে এবার বিধায়কের প্রচারে সাত দিনের জন্য জারি হল নিষেধাজ্ঞা। জনসভা, সমাবেশ, রোড শো থেকে কারও সঙ্গে দেখা করাতেও রয়েছে নিষেধাজ্ঞা। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মডেল কোড অফ কন্ডাক্ট (এমসিসি) লঙ্ঘনের জন্য ৩০ মার্চ সকাল ১০টা থেকে ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত সাত দিনের জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, ভাইরাল হওয়া একটি ভিডিওতে নরেন্দ্র নাথ চক্রবর্তীকে খোলাখুলিভাবে বলতে শোনা গিয়েছে যে আসানসোলের উপনির্বাচনে লোকে ভোট দিতে গেলে তিনি কারও জীবনের দায় নেবেন না এবং তিনি ধরে নেবেন যে এই ধরনের লোকেরা বিজেপিকে ভোট দিয়েছে। এ নিয়ে কমিশনে নালিশ জানায় বিজেপি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতোই বিধায়কের প্রচারে জারি হল নিষেধাজ্ঞা।