নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার সকালেই লাগাতার বিস্ফোরণে কেঁপে ওঠে পেশোয়ার।পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। গোটা ঘটনায় কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। হামলাকারী ৩ জনকে নিকেশ করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবৃতি পেশ করে জানিয়েছেন, পাকিস্তান সুরক্ষিতই রয়েছে।