নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এবার জানাল এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রিতে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “৩১ তারিখ সকাল সাড়ে আটটার পর থেকে দু’দিন রাজ্যের চার জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি।”