সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি :
দীর্ঘ লকডাউনের পর রাজ্য সরকারের বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র 'মূর্তি'। মূর্তিতে নতুন করে ফের পর্যটকদের আগমন শুরু হয়েছে। মূর্তিতে পর্যটকদের এই আগমনের ফলে বেশ কয়েকটি দোকানও খুলেছেন ব্যবসায়ীরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত লকডাউন ঘোষণার পর থেকে বন্ধ হয়ে যায় মূর্তি। তারপর থেকে দীর্ঘদিন কার্যত শুনসান ছিল এই পর্যটনকেন্দ্র। এই মুহূর্তে বর্ষার মরশুম হওয়ায় এখন মূর্তি নদীর জলের বেগ বেশি রয়েছে। জনগণ ঝুঁকি নিয়েই মূর্তি নদীর ধারে গিয়ে বসছে। যারা মূর্তিতে আসছে তাদের অনেকের মুখেই নেই মাস্ক, নেই শারীরিক দূরত্ব।
মূর্তির স্থানীয় ব্যবসায়ীদের মতে, 'গত কয়েকদিন ধরে মূর্তিতে মানুষ আসা শুরু করেছে। তাই মূর্তির ৩-৪টি দোকানও খুলেছে। ছুটির দিন গুলোকে মোটামুটি লোকজন আসছে। পরিবেশ প্রেমীদের মতে অবশ্যই মানুষ আসুক। তবে অনেকের মুখে নেই মাস্ক। তাছাড়া মূর্তি নদীতে এখন প্রবল জলের বেগ। অনেকেই নদীর ধারে গিয়ে সেলফি তুলছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে ও সতর্ক থেকে ঘোরা করা উচিৎ সাধারণ মানুষের।’