মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে পৃথক মিছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে পৃথক মিছিল তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর

দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ চার ঘন্টার ব্যবধানে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে মিছিল করল জেলা তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী। যা ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। প্রথম মিছিলটি দুপুর একটার সময় কলেজ ময়দান থেকে শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা সহ ছাত্র নেতারা। ছিল কেশপুরের ছাত্র নেতারাও। দ্বিতীয় মিছিলটি বিকেল পাঁচটায় বিদ্যাসাগর হল ময়দান থেকে শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি সন্দীপ সিংহ, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ভাইস চেয়ারম্যান অনিমা সাহা সহ বিধায়ক জুন মালিয়ার ঘনিষ্ঠ ছাত্র নেতারা। এমনিতেই জেলা সভাপতি আর মেদিনীপুরের বিধায়কের মধ্যে দূরত্ব রয়েছে। তার মধ্যে একই দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নামে দু'বার মিছিল এবং ছাত্র নেতাদের ভিন্ন উপস্থিতি প্রকাশ্যে নিয়ে এল গোষ্ঠীদ্বন্দ্ব। মিছিলের ফেস্টুনেও গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র দেখা গিয়েছে। দুপুরের মিছিলের ফেস্টুনে বিধায়ক জুন মালিয়ার ছবি নেই, বিকেলের মিছিলে রয়েছে। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী। সৌরভ বলেন, "একই দাবিতে দু'বার মিছিল হতেই পারে, তাতে গোষ্ঠীদ্বন্দ্বের কিছু নেই। যে যখন সময় পেয়েছে মিছিলে অংশ নিয়েছে, দল একটাই।"  মঙ্গলবার পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিক্ষোভ মিছিল করে তৃণমূলের যুব ও ছাত্র সংগঠন। সেইমতো জেলার এগারোটি এলাকায় ছাত্র-যুবরা যৌথভাবে বিক্ষোভ মিছিল করে। কিন্তু মেদিনীপুর শহরে কলেজ ময়দান থেকে শুরু হওয়া মিছিলটি ছিল শুধুমাত্র জেলা তৃণমূল ছাত্র পরিষদের। তৃণমূলের এক ছাত্র নেতা বলেন, "রাজ্যের নির্দেশ ছিল যুব এবং ছাত্র যৌথভাবে মিছিল করার। দুপুরের মিছিলটা নিজেদের উদ্যোগে করেছে। তবে ছাত্র সংগঠন যে দুই গোষ্ঠীতে বিভক্ত তা মানছেন ওই ছাত্র নেতা।"